মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন

বিপিএল ছাড়ার আগে যা বললেন ওয়াহাব রিয়াজ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
riaz-deshrupantor

চলমান বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলতে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। দিন তিনেক আগে এ তারকা পেসার খবর পান পাকিস্তানের পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী মহসিন নকভির গঠিত তত্ত্বাবধায়ক মন্ত্রিসভায় ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছে তার।

দেশের সেবা করার গুরুদায়িত্ব নিতেই বিপিএলের মাঝপথে বাংলাদেশ ছাড়লেন পাকিস্তানের এ পেসার। এবারের বিপিএলে খুলনার হয়ে বল হাতে বেশ ভালোই সুনাম কুড়িয়েছেন ওয়াহাব। ছিলেন আসরের সেরা উইকেট শিকারির তালিকাতেও।

রাতে বাংলাদেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওয়াহাব দলের জন্য শুভকামনা জানিয়ে লেখেন— বিপিএল ২০২৩-এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথেয়তার জন্য তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ।

তিনি আরও লেখেন— পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর