মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন

বিএনপির দম ফুরিয়ে গেছে: মন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
image-76485-1674827511

বিএনপির দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গাড়ি পুরোনো হয়ে গেলে কয়েকদিন পরপর স্টার্ট দিয়ে পরীক্ষা করতে হয়। বিএনপির অবস্থা এখন পুরোনো গাড়ির মতো। বিরতি দিয়ে দিয়ে প্রোগ্রাম করে। দম না থাকায় এখন তারা নীরব পদযাত্রার কর্মসূচি দিয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি দেখতে শুক্রবার বিকালে রাজশাহী মাদ্রাসা মাঠে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, রাজশাহীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে। শুধু মাদ্রসা মাঠ নয়, আশপাশের এলাকাও লোকে লোকারণ্য হয়ে যাবে। এ জনসভা থেকে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেবেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচিতেও সবাইকে শরিক হওয়ার আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখার জন্য জনগণ অপেক্ষায় আছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও আয়েন উদ্দিন এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর