এদিকে বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে সিলেট পর্ব শুরুর অপেক্ষা। ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে খেলা, এরপর৩ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। তবে ওই পর্বের আগেই হয়তো ফিরে যাবেন পাকিস্তানিরা। এখন পর্যন্ত পুরো আসর জমিয়ে রেখেছেন তারাই।
তবে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠানোর আসল কারণ হলো আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠাচ্ছে পিসিবি।
বিপিএলের এ মৌসুমে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলছেন শুরু থেকেই। কয়েকজন যোগ দিয়েছেন পরে। উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আগের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলে পরদিন ঢাকায় নামেন, এরপর হেলিকপ্টারে চট্টগ্রাম গিয়ে খেলতেও নেমে যান। রংপুরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসানের অনুপস্থিতিতে শোয়েব মালিক অধিনায়কত্বও করেছেন।
বিপিএলের পাকিস্তানি ক্রিকেটার
ঢাকা ডমিনেটরস: শান মাসুদ, আহমেদ শেহজাদ, সালমান ইরশাদ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান, খাজা নাফে
ফরচুন বরিশাল: ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, হায়দার আলী
খুলনা টাইগার্স: ওয়াহাব রিয়াজ, আজম খান, এমাদ বাট
সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, ইমাদ ওয়াসিম
কুমিল্লা ভিক্টোরিয়ানস: মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ
রংপুর রাইডার্স: শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ
Leave a Reply