বিআরটিএ, ভূমি অফিস, পাসপোর্ট অফিসসহ সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে ডিসিদের দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অষ্টম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতেও বলা হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসি সাহেবরা যাতে একটু পরিদর্শন করেন। লেখাপড়ার মানটা যাতে একটু ভালো হয়।
Leave a Reply