মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

আওয়ামী লীগের গণতন্ত্র, লুট করার গণতন্ত্র: মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
2bac9023e937aa991fc60be7e523c14b3cdf3c431d414310

আওয়ামী লীগের গণতন্ত্র, লুট করার গণতন্ত্র, টাকা প্রচার করার গণতন্ত্র, মানুষকে হত্যা করার গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপির কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমনি মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, এই আওয়ামী লীগ ১৪ বছরে উন্নয়নের নামে মানুষকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। বাস্তবে কোন উন্নয়ন নেই। উন্নয়ন হয়েছে শুধু সরকারি দলের নেতাদের। এই নেতারা নিজেদের নিয়েই ব্যস্ত। যাদের এক তালা বাসা ছিলো, তাদের আজ ১০ তালা বাসা।
বিএনপির এই নেতা আরো বলেন, আমরা কোন মিটিং করতে চাইলে আওয়ামী লীগ বলে, আমরা নাকি নাশকতার পরিকল্পনা করছি। মারপিট করছে আওয়ামী লীগ, আমাদের মিটিংয়ে বাধা দিচ্ছে তারা অথচ দোষ দিচ্ছে আমাদের উপর। ১৪ বছরে নাশকতা সন্ত্রাস করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করেছে এই আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিব বলেন, আজকে বাড়ি থেকে অফিসে হেঁটে আসলাম। আসার পথে দেখলাম রাস্তাঘাটের অবস্থা একেবারে নাজেহাল। সব উঠে গেছে রাস্তার। এটাই হচ্ছে ১৪ বছরের তাদের বাস্তব চিত্র। আর উন্নয়নের নাম দিয়ে এ সরকার জনগণকে বোকা বানাচ্ছে। আমরা আমাদের ২৭ দফা প্রস্তাব দিয়েছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ নয়। কারণ তারা কাউকে ভোট দিতে দেয় না। তাদের কথা হল, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। আগামীতে আর এরকম করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণভাবে এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক শরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর