এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগে তোলপাড়। এই ঘটনায় এবার এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ( DGCA)। নিউইয়র্ক-নয়াদিল্লি বিমানের পাইলট-ইন-কমান্ডকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। গত নভেম্বরে নিউইয়র্ক-নয়াদিল্লি বিমানে এক প্রবীণ মহিলার গায়ে তাঁরই সহযাত্রী প্রস্রাব করে দেন বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত শংকর মিশ্রকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত শংকর মিশ্রকে চার মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে এয়ার ইন্ডিয়া কর্কৃপক্ষ। সেই মামলাতেই এবার কড়া পদক্ষেপ DGCA-র। ঘটনার কথা সামনে আসতেই এয়ার ইন্ডিয়ার সংশ্লিষ্ঠ ঘটনায় জবাবদিহিকারী ম্যানেজার ডিরেক্টর-ইন-ফ্লাইট সার্ভিসেস,পাইলট এবং কেবিন ক্রু সদস্যদের শো-কজ নোটিস পাঠানো হয়।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের নিউইয়র্ক- নয়াদিল্লি বিমানের প্রথম শ্রেণীতে ঘটে যাওয়া ওই কাণ্ডের জেরে বিমান সংস্থার কর্তা থেকে বিমানের কেবিন ক্রু পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মীদের নোটিশ পাঠানো হয়। নিয়ম ভঙ্গের অভিযোগ কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব চায় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ( DGCA)। দুই সপ্তাহের মধ্যে শো কজের জবাব দিতে বলা হয়। শুক্রবার সকালেই জবাব জবাব দেয় এয়ার ইন্ডিয়া। এরপরেই একাধিক কঠোর পদক্ষেপ।
নিয়ম ভঙ্গের জন্য জরিমানার পাশাপাশি একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার (Air India) ডিরেক্টর-ইন-ফ্লাইট সার্ভিসেসকেও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে খবর। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এর আগে এত বড় অঙ্কের জরিমানা করা হয়নি। ১৯৩৭ সালের এয়ারক্রাফ্ট রুলের ১৪১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে পাইলটের বিরুদ্ধে। যাত্রী পরিবহণ পরিষেবায় DGCA-র নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে পাইলট-ইন-কমান্ডের লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।
বিমানের ভিতর বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ। অঅভিযুদ্ধের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে মামলা হয়। ভিযোগ সামনে আসার পর বেঙ্গলুরু থেকে গ্রেফতার করা হয় শংকর মিশ্র নামে অভিযুক্ত যাত্রীকে। ধৃতের আইনজীবীর পালটা দাবি, তিনি নন অভিযোগকারী মহিলাই প্রস্রাব করে ফেলেছিলেন। সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন অভিযোগকারী। এই ঘটনায় বৃহস্পতিবারই শংকর মিশ্রকে চার মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে এয়ার ইন্ডিয়া।
Leave a Reply