নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার অন্যতম পরিচিত সুলতানুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ সফিউদ্দিন পাখা শাহ (রহঃ) এর ৫৮ তম ওরস মোবারক শুরু হবে আগামী ২৫ জানুয়ারি (২০২৩) । ৪ দিনব্যাপী ওরস মোবারক চলবে ২৫-২৬-২৭-২৮ জানুয়ারি পর্যন্ত । প্রতি বছরের মতো এবারো শুরু হতে যাচ্ছে এই ওরস মোবারক ।
ওরস মোবারক উপলক্ষে ফুল দিয়ে সাজানো হবে মাজার শরীফ এদিন হাজার হাজার ভক্ত আশেকানদের উপস্থিতিতে মুখোরিত হবে মাজার প্রাঙ্গণ । ২৫ জানুয়ারি প্রথম দিন বাদ আছর’র মিলাদ মাহফিল এর পর রাত ১০.০১ মিনিটে গোসল করানো হবে মাজার শরীফ , পরে ২৮ জানুয়ারি বাদ আছর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ওরস শরীফ । ৫৮ তম ওরস মোবারক উপলক্ষে সব ধরনের প্রস্তুতি হাতে নিয়ে মাজার কমিটি।
মাজারের খাদেম মোঃ নুরু মিয়া জানান, ২৫ জানুয়ারি আমাদের মাজারের ৫৮ তম ওরস মোবারক শুরু হবে তাই আপনারা সকলে আমন্ত্রিত, এবং আপনারা জানেন আমাদের ওরস মোবারক শুরু হলে বিভিন্ন জেলা ও দুর দুরান্ত থেকে অনেক ভক্ত, আশেকানরা মাজারে আছেন, সে উপলক্ষে কোনো প্রকারের অনিয়ম যেন না হয় সেই দিক খেয়াল রেখেই ওরস মোবারক পালন করব ইনশাআল্লাহ
Leave a Reply