মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

এপিবিএন সম্পর্কে এইচআরডব্লিউর প্রতিবেদন তথ্যভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
salo_1665818578

ঢাকা: আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) দেওয়া প্রতিবেদন তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এপিবিএন’র বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে অপরাধে জড়িত থাকার অভিযোগ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সব সময় বলি রোহিঙ্গারা আমাদের বিষফোঁড়া। কারণ, তারা সবকিছু ফেলে এখানে এসেছে। তারা যেকোনো প্রলোভনে প্রলুব্ধ হয়ে যেকোনো কিছু করতে পারে। তারা ক্যাম্পের ভেতরে থেকে ইয়াবার ব্যবসা করে। নিজেরা গোলাগুলি করে। প্রতিদিন মারামারি করছে। তারা ডিজিএফআই’র একজন কর্মকর্তাকে হত্যা করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারা বিভিন্ন গ্রুপ সাব গ্রুপে বিভক্ত হয়ে অপরাধ সংঘটিত করছে। তারা কাঁটাতারের বেষ্টনী কেটে মিয়ানমারে গিয়ে ইয়াবা নিয়ে আসছে। কাজেই সেখানে আমাদের নরমাল পুলিশ তো আছেই এপিবিএন দেওয়া হয়েছে। কারণ, সেখানে রক্তপাত হচ্ছে। এপিবিএন সম্পর্কে হিউম্যান ওয়াচ যা বলছে এটা তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি দেখে এসে রিপোর্ট করা উচিত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর