মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

ঢাকায় ভারতের রাষ্ট্রপতির হোটেলের ওপরে ড্রোনের রহস্য উদ্‌ঘাটন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
hotel-kontineltal-1

ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় অবস্থানকালে তাঁর হোটেলের ওপর যে ড্রোন পাওয়া গিয়েছিল, সেটির রহস্য বের করেছে পুলিশ। সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ড্রোনটি ছিল রাজধানীর সেগুনবাগিচার বাসিন্দা এক কলেজছাত্রের। ড্রোন ওড়ানোর পেছনে তার অসৎ কোনো উদ্দেশ্য ছিল না।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ২০২১ সালের ১৫ ডিসেম্বর ঢাকায় সফরে এসেছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি উঠেছিলেন রাজধানীর শাহবাগ–সংলগ্ন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। পরদিন বিকেলে ওই হোটেলের ওপর একটি ড্রোন উড়তে দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলেন সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফের সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) ইমরানুল ইসলাম। দক্ষতার সঙ্গে ওই কাজ করার স্বীকৃতি হিসেবে এবার তাঁকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হয়েছে। এসএসএফ হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স (বিশেষ নিরাপত্তা বাহিনী), যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত থাকে।

এখনো এসএসএফে কর্মরত আছেন সহকারী পুলিশ সুপার ইমরানুল ইসলাম। পুলিশ সপ্তাহ-২০২৩–এর প্রকাশনায় ইমরানুল ইসলামের ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার ঘটনায় পিপিএম পদক পাওয়ার কথা উল্লেখ করা হয়। এরপরই বিষয়টি জানাজানি হয়। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ভারতের রাষ্ট্রপতির মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে এর আগে বিষয়টি প্রকাশ করা হয়নি।

পুলিশ পদক–২০২২ প্রকাশনায় বলা হয়, ‘ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিন দিনের সফরে ২০২১ সালের ১৫ ডিসেম্বর ঢাকায় আসেন। ওই সফরে সহকারী পুলিশ সুপার ইমরানুল ইসলাম বাসভবন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৬ ডিসেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থানকালে হোটেলের ওপর আন–আইডেন্টিফায়েড ড্রোনের উপস্থিতি শনাক্ত করেন। পরে কর্মদক্ষতার সঙ্গে তিনি সেটি দ্রুত নিষ্ক্রিয় করতে সমর্থ হন। এটা ছিল সম্ভাব্য ড্রোন আক্রমণ। তার কর্মদক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে পিপিএম–সেবা পদকে ভূষিত করা হলো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর