শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছে। স্বাস্থ্যসেবায় বিশ্বে আমরা পঞ্চম স্থানে রয়েছি। পর্যায়ক্রমে সারা দেশেই হাসপাতালের শয্যা বৃদ্ধি করা হবে। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনকে ছয়তলায় উন্নীত করারসহ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
আজ শনিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত মূলভবন উদ্বোধন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম, রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. ইবরাহিম টিটন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় প্রমুখ।
একই দিন দুপুরে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। তা বাস্তবায়নে সর্বদা কৃষক লীগ নেতা-কর্মীদের কাজ করে যেতে হবে। বৈশ্বিক সংকটের কারণে দেশ যাতে সংকটের মুখে না পড়ে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন শিল্পমন্ত্রী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রমজান আলীকে সভাপতি এবং খাইরুল আমিন তারেককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়
Leave a Reply