আনন্দ বিনোদনে সৃজনশীলতায় ১৩ জানুয়ারি শুক্রবার সকালে ঢাকার শনির আখড়ায় জি বাংলা টেলিভিশনের কার্যালয়টি গণমাধ্যম কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
জি বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল হক ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
জি বাংলা টেলিভিশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ হুমায়ুন কবীরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুভ কামনায় আলোচনা করেন নিউজ উপদেষ্টা কাজী সোহান মতিন, ক্রাইম রিপোর্টার মোঃ পাথর আহমেদ সহ অন্যান্য প্রতিনিধিদের মধ্যে আমিনা হোসেন, গাজীউল হক, জয়নাল আবেদিন মিয়াজী, মোহাম্মদ নুরুল করিম আজাদ, অলিউল্লাহ নিজামি, আব্দুল্লাহ আল নোমান, নূরের ছাফা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাহমুদুল হাসান, আবু সাঈদ চৌধুরী, দেলোয়ার হোসেন সহ নিউজ প্রেজেন্টার আমেনা বেগম সোনিয়া, আখি আক্তার ও আসাদুজ্জামান প্রমুখ।
এসময় বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য যে পঞ্চম বছর পেরিয়ে ৬ষ্ট বছরে পদার্পণে জি বাংলা টেলিভিশনের পরিচালনা পর্ষদ সহ কর্মরত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply