বিদেশে থাকা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
ডাকসুর সাবেক এই ভিপি তার সঙ্গে বৈঠকও করেছেন। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরীর ভারত সফরকালে ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি গণমাধ্যমে ফাঁস হয়। তখন সেটি নিয়েও বেশ আলোচনা হয়েছিল।
সংশ্লিষ্টরা আরও বলেন, নূর কেন অনলাইনে লাইভে ও বক্তব্যে অত্যন্ত সরব? কেনইবা তিনি গণমিছিলের কর্মসূচি দিয়েও দেশে নেই? ইসরাইলের মেন্দি এন সাফাদি তাকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন চিন্তা থেকেই এগুলো করছেন তিনি। সামনে দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও নূরের মিটিং নির্ধারিত হবে- এমনটাই বলেছে তার লোকজন।
Leave a Reply