মোঃএরশাদ আলী
প্রতিনিধি মাধবপুর হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরের ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর প্রথমে উপজেলার আদাঐর ইউনিয়নের কয়েকটি স্পটে কয়েকজন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।পরে মনতলা রেল স্টেশন এলাকায় যান তিনি,সেখানে ছিন্নমূল মানুষদের মাঝে অন্তত ২০টি কম্বল বিতরণ করেন। মনতলা বাজারের পুর্বদিকে কয়েকজন শীতার্তের হাতে ও কয়েকটি কম্বল তুলে দেন তিনি।
ইউএনও মনজুর আহ্সান বলেন আমি মানবিক কাজ করতে অনুপ্রেরণা পাই।আজ শীতার্ত মানুষের মাঝে ৫০ টির মতো কম্বল বিতরণ করি।তিনি শীতার্তদের শীত নিবারণে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply