হবিগঞ্জে মাধবপুর উপজেলার আদাঐর ইউপির মৌজপুর নামক স্হানে ২- সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজি আরোহী এরূপ খান(৬৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন স্হানীয় সূত্রে জানা যায় ১৮ডিসেম্বর দুপুরের দিকে উল্লেখিত স্হানে ২সিএনজির সংঘর্ষ হয়।পরে বেলা দুইটার দিকে অজ্ঞাত এক সিএনজি চালক এরূপ খাঁনের মৃতদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের বাইরের একটি টেবিলে রেখে সটকে পড়ে। ঘটনা জানাজানি হলে স্বজনেরা এসে এরূপ খাঁনের লাশ শনাক্ত করেন।নিহত এরূপ খান পার্শবর্তী বিজয়নগর উপজেলার বারঘরিয়া বড় বাড়ির মৃত ইছা খাঁনের ছেলে।তিনি গরু কেনার উদ্দেশ্যে চেঙ্গারবাজারে যাচ্ছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মাধবপুর থানার সাব ইন্সপেক্টর মোতালেব হোসেন সিএনজি দূর্ঘটনায় এরূপ খাঁনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply