হবিগঞ্জের মাধবপুরে গত ১৫ই ডিসেম্বর ঢাকা-সিলেট মহামড়কের বেজুড়া নামক স্হানে এনা পরিবহণ ও সিএনজির সংঘর্ষে দূর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারের মাঝে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৭ডিসেম্বর) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান নিহত পিয়াইম গ্রামের ফটিক মিয়া ও বেজুড়া গ্রামের নয়ন মিয়ার বাড়িতে গিয়ে তাদের পরিজনদের হাতে ২০ হাজার টাকা করে তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
ইউএনও মনজুর আহ্সান জানান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনায় নিহতদের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান হরা হয়েছে।
Leave a Reply