লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্নের বেশ কাছাকাছি আর্জেন্টিনা। আর দুইটা দেয়াল টপকাতে পারলেই মিলে যাবে সেই সাফল্য দুয়ারের দেখা।তবে সেই সহজ কাজটা করতেই আলবিসেলেস্তেদের পার হতে হবে কঠিন বাধা।
আর সেই বাধার প্রথম ধাপে দাঁড়িয়ে আছে ক্রোয়েশিয়া এবং ৩৭ বছর বয়সী লুকা মদ্রিচ। তারা যে কতোটা ভয়ংকর হতে পারে, ক্রোয়াটদের মাথা হীম করা খুনে মেজাজ বেশ ভালোভাবেই টের পেয়েছে ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন একা লুকা মদ্রিচই শেষ করে দিয়েছেন বলা যায়।
মেসিদের স্বপ্নও দুঃস্বপ্নে পরিণত করতে পারে লড়াকু মদ্রিচের দল। রক্ষণে ম্যাচকে টেনে টাইব্রেকারে নেওয়ার পর ভয়ংকর হয়ে ওঠেন মদ্রিচরা।
মদ্রিচরা পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারলেও চোট আর হলুদ কার্ডে কিছু বিপর্যস্ত আর্জেন্টিনা শিবির। পুরো সময় নাও খেলতে পারেন আনহেল দি মারিয়া। আকুনিয়া আর মন্তিয়েল খেলতে পারছেন না দুই হলুদ কার্ড দেখার কারণে।
যদিও আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজ ঘোষণা দিয়েছেন, তার সব করতে প্রস্তুত। ক্রোয়েশিয়াও বলেছে, তারা মেসিদের নিয়ে খুব একটা আতঙ্কিত নয়। মাঠের খেলাটা দুই দলই মাঠে দেখাতে চায়।
যদিও এবার কোপা জয়ের পর থেকেই মেসিরা মানসিকভাবে বেশ চাঙা। পড়ে গেলেও তারা ঘুরে দাঁড়াতে দেরি করছে না। বিশেষ করে লিওনেল মেসি তার শেষ বিশ্বকাপ রাঙানোর জন্য নিজের সবটা উজাড় করে দিচ্ছেন। পাঁচ ম্যাচে করেছেন ৪ গোল, অ্যাসিস্টও দুইটা।
যদিও মেসি ক্রোয়েশিয়াকে সমীহ করেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply