মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন

আর্জেন্টিনা যেভাবে যেতে পারে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
50-20221127143438

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে পুরো আসর থেকেই ছিটকে পড়ার সম্ভাবনা জেগে বসেছিল আর্জেন্টিনা দলের। তবে গতকাল শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে মেক্সিকোকে হারিয়ে পথে ফিরল আলবিসেলেস্তারা। ২-০ গোলে জয়ের পর বাঁচিয়ে রাখলো শেষ ষোলোর আশা।

এমন জয়ের পর প্রশ্ন ঠিকই থাকছে- আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে কি যেতে পারবে? পরিসংখ্যান বলছে শেষ ষোলোয় ওঠার রাস্তা এখনও সহজ নয় মেসিদের। শেষ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে জিততে হবে তাদের। যদি জয়ের দেখা না পায় তাহলে অবশ্যই তাকিয়ে থাকতে গ্রুপের অন্য ম্যাচের দিকে।

এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলে আর্জেন্টিনার সংগ্রহ ৩ পয়েন্ট। ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। দু’টি ম্যাচে তাদের পয়েন্ট ৪। গোল করেছে ২টি। কোনও গোল এখনও হজম করেননি লেভানডস্কিরা।

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা গোল করেছে ৩টি। গোল হজম করেছে ২টি। তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। দু’টি ম্যাচে তাদেরও সংগ্রহ ৩ পয়েন্ট। ২টি গোল করলেও ৩টি গোল খেয়েছে আর্জেন্টিনাকে এশিয়ার হট ফেবারিট এই দেশ। চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো। দু’ম্যাচে তাদের সংগ্রহ ১ পয়েন্ট। কোনও গোল না করলেও শেষ ম্যাচে ২টি গোল খেয়েছে তারা।

পরিসংখ্যান দেখে বলা যেতেই পারে, পোল্যান্ডের বিরুদ্ধে মেসিরা জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে। আর জিততে না পারলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ম্যাচের দিকে। আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হলে দু’দলের পয়েন্ট হবে যথাক্রমে ৪ এবং ৫। তা হলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবেন লেভানডস্কিরা। আর্জেন্টিনা হেরে গেলে পরিস্থিতি আরও কঠিন হবে। তা হলে পোল্যান্ডের কোনও চিন্তা থাকবে না।

অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকোকে আটকে দিতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা হারলে এবং মেক্সিকো জিতলে পরের পর্বে চলে যাবে দ্বিতীয় দেশটি। আবার সৌদি আরব যদি মেক্সিকোকে হারিয়ে দেয় তাহলেও আর্জেন্টিনা ছিটকে যাবে পোল্যান্ডের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালে।

মূলত সব হিসাবের শেষ হিসাব আর্জেন্টিনার জন্য সহজ পথ তৈরী হবে যদি ৩০ নভেম্বর পোল্যন্ডকে হারাতে পারে তারা। ড্র করলে অপেক্ষা করতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলাফলে। সেই ম্যাচও যদি ফল না আসে তবে ম্যাচ শেষ হলে গোল পার্থক্য ভাল থাকায় পরের পর্বে চলে যাবে আর্জেন্টিনা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর