মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
image-281680

ফরিদপুরে কসমেটিকস ও ইলেকট্রিক পণ্যের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জেলা শহরের আলীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় বিদেশি ইলেকট্রিক পণ্য ও কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, এমআরপি উল্লেখ না থাকার অপরাধে মেসার্স মার্ক এলইডি হাউজ ও মেসার্স জাহিদ ইলেকট্রিকসকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এসময় কসমেটিকস, সেলুন ও বিউটি পার্লারে সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর