নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাইগ্রেসদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ শুরু হয়েছে আজ শনিবার।
সাত দেশের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ৬টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।
মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও, তবে এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি জিতেছে ভারত। টি-টোয়েন্টি সংস্করণে দুটি আর এক দিনের সংস্করণে চারটি মিলিয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলী আক্তার, শানজিদা আক্তার, জাহানারা আলম
Leave a Reply