বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন

ফরমান জারি করে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিন: সৌদিকে হামাস

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
_118556010_whatsubject

সৌদি আরবে আটক সব ফিলিস্তিনিদের মুক্তি দিতে দেশটির বাদশাহ ও যুবরাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষ্যে এক বার্তায় এ আহ্বান জানান। খবর পার্সটুডের।

তিনি বলেন, হামাস চায় সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিক। অতীতে যেমন সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য নিরাপদ স্থান হিসেবে ছিল এখনও যাতে সেরকরমই থাকে।

রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান হামাসের এই শীর্ষ নেতা।

গত কয়েক বছর ধরে বহু ফিলিস্তিনিকে আটকে রেখেছে সৌদি আরব। এর মধ্যে হামাসের প্রভাবশালী নেতা ড. মো. আল খুদারিও রয়েছেন।

তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। একইভাবে অন্য ফিলিস্তিনিদেরকেও আটক রাখা হয়েছে।

এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ড. খুদারিসহ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দাবি করেছে। সংগঠনটি জানায়, ২০১৯ সালের এপ্রিল মাসে যখন ড. খুদারি ও তার ছেলেকে সৌদি কর্তৃপক্ষ আটক করে তার আগ মুহূর্তে হামাসের এ নেতা মূত্রথলির অপারেশন করান এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর