সিরাজগঞ্জের চৌহালীতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কোদালিয়া বাজারের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েন উদ্দিন (৭৫) উপজেলার খাষপখুুরিয়া ইউনিয়নের উত্তরখাষপুখুুরিয়া গ্রামের মৃত জিয়াতুল মোল্লার ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে কোদালিয়া বাজারের ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আয়েন উদ্দিনকে গুরুতর আহত হয়। পরে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা তিনি মারা যায়। তবে, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মানিক ও আরোহী ইমরান আহত হয়। আহতদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply