সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ নুরনবী বিশ্বাস (৩৯) নামে এক মাদক ব্যবসাহিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নুরনবি বিশ্বাস দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, একজন মাদক বিক্রেতা উপজেলার মেঘুল্লা গ্রামের তার নিজ বাড়িতে মাদক বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ১০ কেজি গাঁজাসহ নুরনবী বিশ্বাস নামের একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়
Leave a Reply