মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, খ্রিস্টান ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে টাঙ্গাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জাতীয় ইমাম সমিতি জেলা শাখার সভাপতি আবু হানিফ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মধুপুর শাখার সভাপতি উইলিয়াম দাজেল ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
Leave a Reply