বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

করোনা বাড়ছে, নিয়ন্ত্রণে সরকারের কাছে ৫ সুপারিশ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
image-290633-1663421540

দেশে ফের করোনার প্রকোপ বাড়ছে। বিষয়টি আমলে নিয়ে পাঁচ দফা সুপারিশ করেছে কোভিড ১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এর মধ্যে বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোর সুপারিশ রয়েছে।

শনিবার রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার নেতৃত্বে এক ভার্চুয়াল বৈঠকে এসব সুপারিশ করা হয়।

সভায় আনিত সুপারিশগুলো হলো— কোভিড-১৯ সংক্রমণ ঊর্ধ্বগতিতে সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করতে হবে।  প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের করোনার টিকা যারা গ্রহণ করেননি, তাদের টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে এবং বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমাতে হবে।

বৈঠকের বিষয়ে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা রোববার গণমাধ্যমে বলেন, ‘আমরা এই পাঁচ সুপারিশ সরকারের কাছে পৌঁছে দেব। সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর