সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে দুই দেশের সীমান্তে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়।
নতুন করে সংঘর্ষের বিষয়টি জানিয়েছে আর্মেনিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, সকালে আজেরি সেনারা আর্টিলারি, মর্টার, এবং স্বল্প দের্ঘে্যর অস্ত্র ব্যবহার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আর্মেনিয়ার সার্বভৌমত্বে আজারবাইজান আগ্রাসন চালিয়েছে। আর্মেনিয়া-আজারবাইজানের পরিস্থিতি উদ্বেগপূর্ণ।
অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে, তাদের সেনা অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক গোলাবর্ষণ করছে আর্মেনিয়া। জবাবে সংশ্লিষ্ট ইউনিট যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
২০২০ সালের সেপ্টেম্বরে দুই প্রতিবেশী দেশ ছিটমহল নাগোর্নো-কারাবাখ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ৪৩ দিনব্যাপী যুদ্ধে উভয়পক্ষের কয়েক হাজার সেনা নিহত হন। রাশিয়ার মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতি চুক্তি করে। তবে কিছুদিন পর-পর সীমান্তে গোলাগুলির রিপোর্ট হয়েছে। সূত্র: আল জাজিরা
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply