বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন

প্রেমজীবন নষ্ট করার জন্য শাহরুখ খানকে দায়ী করেন স্বরা ভাস্কর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
image-594382-1662960125

বেফাঁস মন্তব্যের জন্য বিশেষ জনপ্রিয়তা রয়েছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের। অভিনয়ের থেকে বিতর্কের জন্য বেশি পরিচিতি রয়েছে তার। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক সব বিষয়েই মতামত রাখা জরুরি স্বরার কাছে। এর জেরে বহু বিতর্কে জড়িয়েছেন তিনি, হয়েছেন ট্রোল। কিন্তু স্বরার স্বর রুদ্ধ করা মুমকিন হি নেহি, না মুমকিন হ্যায়!

৩৪-এ পা দিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু এখনো পর্যন্ত বিয়ের নাম করছেন না তিনি। এমনকি তার প্রেমজীবন সম্পর্কেও বিশেষ তথ্য পাওয়া যায় না। এবার স্বরা দাবি করেছেন, তার প্রেমজীবন নাকি শাহরুখ খানের জন্যই নষ্ট হয়ে গেছে। কিং খানের জন্যই প্রেম করতে পারেননি তিনি।

স্বরা বলেন, আমার প্রেমজীবন নষ্ট করার জন্য আমি আদিত্য চোপড়া স্যার এবং শাহরুখ খানকে দায়ী করি। আমি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছোট বয়সে দেখেছিলাম, তখন থেকেই আমি শাহরুখের মতো দেখতে রাজকে খুঁজছিলাম। আমি অনেক বছর ধরে বুঝতে পারি যে, রাজের অস্তিত্ব নেই।

তিনি বলেন, আমি মনে করি না যে, আমি সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর