যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলে বলেছেন, এখন পর্যন্ত রাশিয়ার প্রধান সব লক্ষ্য ব্যর্থ হয়েছে।
ইউক্রেনকে আরও সহায়তা করতে বৃহস্পতিবার জার্মানিতে একটি সামরিক বৈঠকে মিলিত হয়েছে ৪০টিরও বেশি দেশের সামরিক প্রতিনিধিরা।
এই বৈঠক শেষে জেনারেল মার্ক মিলে বলেছেন, কম অস্ত্র ও কম সেনা থাকা সত্ত্বেও, ইউক্রেনের সেনারা কৌশলগত ভালো দক্ষতা দেখিয়েছে। তাছাড়া তারা ইচ্ছাশক্তিও বেশি দেখিয়েছে, তাদের দেশের জন্য, তাদের স্বাধীনতার জন্য।
তিনি আরও বলেন, রাশিয়ার যুদ্ধের শুরুর দিকে পরাজিত হওয়ার পর এপ্রিলে দোনবাস দখলের যে অভিযান শুরু করে সেটিতেও ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সেই অভিযানে তাদের লক্ষ্য সফল হয়নি। তারা দোনবাসের সব দখল করতে পারেনি। তারা খেরসনের দিনিপ্রো নদীই শুধুমাত্র পার হতে পেরেছে।
ইউক্রেনের বর্তমান পাল্টা আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মারিক মিলে বলেন, এখনই বলা যাচ্ছে না কি সাফল্য পাচ্ছে ইউক্রেনীয় সেনারা।
তাছাড়া তাকে প্রশ্ন করা হয় খারকিভ থেকে খেরসন পর্যন্ত পাল্টা আক্রমণ চালানো ইউক্রেনের জন্য চাপ হয়ে যাচ্ছে কিনা। এ প্রশ্নের জবাবে মিলে জানান, ইউক্রেনের লড়াই করার মতো সৈন্য আছে তাই তারা লড়াই করছে। দেখা যাক পরবর্তীতে কি হয়।
সূত্র: সিএনএন
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply