মিয়ানমার জান্তার প্রধান মিন অং হ্লাইং বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পুতিনকে পুরো বিশ্বের নেতা বলে অভিহিত করেন জান্তা প্রধান।
রাশিয়া এবং মিয়ানমারের মধ্যে সম্পর্ক আগে থেকেই ভালো। কারণ মিয়ানমারকে অস্ত্র সহায়তা দেয় রাশিয়া।
২০২০ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন জেনারেল মিন অং হ্লাইং। পশ্চিমারা তার ওপর নিষেধাজ্ঞা দিলেও রাশিয়া ভালো সম্পর্ক বজায় রেখে চলছে।
তাদের দুইজনের মধ্যে যেসব কথা-বার্তা হয়েছে সেটির মাধ্যমে ফুটে ওঠেছে জান্তা সরকারকে সরাসরি সমর্থন দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিনকে মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, আমি আপনার জন্য গর্বিত, কারণ আপনি যখন ক্ষমতায় আসলেন, রাশিয়া তখন থেকে বলতে গেলে বিশ্বের এক নম্বর দেশে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আপনাকে শুধু রাশিয়ার নেতা নয় বরং পুরো বিশ্বের নেতা বলতে চাই। কারণ আপনি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন এবং স্থিতিশীলতা বজায় রেখেছেন।
অন্যদিকে পুতিন মিয়ানমারের জেনারেলকে বলেছেন, দক্ষিণ এশিয়ায় মিয়ানমার আমাদের পুরনো ও নির্ভরযোগ্য বন্ধু। আমাদের সম্পর্ক ইতিবাচকভাবে বৃদ্ধি পাচ্ছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply