মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন

সেরা অভিনেতা রণবীর সিং, অভিনেত্রী কৃতি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
image-286899-1661947817

বলিউডের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এই অ্যাওয়ার্ডের ৬৭তম আসর।

বলিউডের নামি তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন রণবীর সিং ও অর্জুন কাপুর। কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ানের মতো তারকাদের পারফরম্যান্সে জমকালো আয়োজনে ৬৭তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবারের আসরে ‘এইটি থ্রি’, ‘মিমি’, ‘শেরশাহ’ ও ‘সর্দার উধাম’ সিনেমার জয়জয়কার ছিল।

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। ‘এইটি থ্রি’ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন তিনি। ‘মিমি’ সিনেমায় এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন অভিনেত্রী কৃতি স্যানন। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরে বিজয়ীরা হলেন:

সেরা অভিনেতা: রণবীর সিং (এইটি থ্রি)

সেরা অভিনেত্রী: কৃতি স্যানন (মিমি)

সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধাম)

সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)

 

সেরা সিনেমা: শেরশাহ

সেরা সিনেমা (সমালোচক) সর্দার উধাম

সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন (শেরশাহ)

সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): সাই তামহাঙ্কর (মিমি)

সেরা চিত্রনাট্য শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ: সর্দার উধাম

 

সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): ইহান ভাতফর (নাইনটি নাইন সং)

সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): শর্বরী ওয়াগ (বান্টি অউর বাবলি টু)

সেরা নবাগত পরিচালক: সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)

সেরা গায়ক: বি প্রাক, মান ভারিয়া (শেরশাহ)

সেরা গায়িকা: আসিস কৌর, ‘রাতা লামবিয়া’ (শেরশাহ)

সেরা মিউজিক অ্যালবাম: শেরশাহ

সেরা গীতিকার: কৌশর মুনির, ‘লেহরা দো’ (এইটি থ্রি)

সেরা চিত্রগ্রাহক: অভিক মুখোপাধ্যায় (সর্দার উধাম)

আজীবন সম্মাননা: সুভাষ ঘাই।

জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর