মৌলভীবাজারের রাজনগরে গলায় কলসি বাধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী ও শাশুড়িকে পুলিশ আটক করা হয়।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে এ নাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের লেচু মিয়ার স্ত্রী ৪সন্তানের জননী মিনা বেগম (৪০) এর মরদেহ বাড়ির পিছনের পুকুরে ভেসে উঠে। এ সময় স্থানীয়রা মরদেহ দেখে রাজনগর থানা পুলিশে খবর দেয়।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানাযাবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী লেচু মিয়া ও শাশুড়িকে আটক করা হয়েছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply