মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন

মাহাথির মোহাম্মদ করোনা আক্রান্ত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
Mahthir-20220831093918

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার করোনা টিকা নেওয়া আছে।

তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি বুধবার (৩১ আগস্ট) সকালে তিনি নিশ্চিত হন।

এরপর চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন। তবে বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি। খবর আল-জাজিরার।

৯৭ বছর বয়সী মাহাথির একজন হৃদরোগী এবং এই সংক্রান্ত জটিলতায় গত জানুয়ারিতে দীর্ঘদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী। প্রথমবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৮ সালের মে মাসে পুনরায় বিরোধী দলীয় জোটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী হন। যদিও জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই বছর পর তিনি পদত্যাগ করেন।

জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর