বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে ‘ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস’ উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১১টায় এই সার্ভিসের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
শুধুমাত্র ৫শ’ টাকা সরকারী ফি দিয়ে অনলাইনে আবেদন করার ৭ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পাবেন সেবা গ্রহীতারা। বিদেশগামী সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য এই ‘ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুন্ড ও মোহাম্মদ এনামুল হক, উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার, খান মুহাম্মদ আবু নাসের এবং অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply