থাইল্যান্ডে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিজেকে আহ্বায়ক করে জাতীয় পার্টির আট সদস্যের কমিটি ঘোষণা করেছেন। একই সাথে আগামী ২৬ নভেম্বর পার্টির দশম কাউন্সিল আহ্বান করেছেন তিনি।
আজ বুধবার এই কমিটি ঘোষণা করা হয়।
বিকেলে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
রওশনের এই আহ্বায়ক কমিটিতে গোলাম মসীহকে সদস্য সচিব করা হয়েছে।
গত নবম জাতীয় কাউন্সিলে হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যান নির্বাচিত হন। আর পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হন রওশন এরশাদ।
রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির এই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বর্তমানে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্ন এমপি এবং সালমা ইসলামকে। তাদের সামগ্রিক কর্মকাণ্ড ও তৃণমূল পর্যায়ে দেশব্যাপী নেতাকর্মীদের সমন্বয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply