মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
7567

শারজায় এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। নাঈম-বিজয়ের পর অধিনায়ক সাকিবের বিদায়। চাপ সামলাতে ব্যর্থ উইকেট-রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। এশিয়া কাপের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দু’ওপেনার নাঈম শেখ ও আনামুল হক বিজয়কে বিদায় করার পর সাকিব আল হাসানকেও সাজঘরে ফিরিয়েছেন মুজিব উর রহমান।

নাভিন উল হকের ওভারে পরপর দুটি চার মারলেও মুজিব উর রহমানের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে সোজা স্টাম্পে চলে যায় বল। সাকিব বিদায় নিয়েছেন ৯ বলে ১১ রান করে।

সাকিবের পর বিদায় নিয়েছেন মুশফিকুর রহিমও। রশিদ খান প্রথম ওভার করতে এসেই দ্বিতীয় বলে এলবিডব্লু করে ফিরিয়েছেন ১ (৪) রান করা মুশফিককে।

এর আগে মুজিবের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন নাঈম শেখ। দীর্ঘ সময় পর দলে ফেরা নাঈম পূরণ করতে পারেননি প্রত্যাশা। প্রথম ওভারে একটা চার হাঁকালেও দ্বিতীয় ওভারে ফিরেছেন সাজঘরে। স্পিনার মুজিব উর রহমানের বল ব্যাট-প্যাডের ফাক গলে চলে যায় স্টাম্পে। মাত্র ৬ রান করে বোল্ড হয়ে ফিরতে হলো নাঈম শেখকে।

নাঈমের ব্যর্থতার পর আরেক ওপেনার আনামুল হক বিজয়কেও ফিরতে হলো সাজঘরে। মুজিবের দ্বিতীয় ওভারের শেষ বলে এলবিডব্লু হয়ে মাত্র ৬ রানে ফিরতে হলো এই ওপেনারকে।

দলীয় ২৮ রানে ৪ উইকে হারানোর পর এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.২ ওভারে ২৮ রান। ব্যাট করছেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন।

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মোসদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী।

জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর