যুক্তরাষ্ট্রের দুইজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, রুশ সেনাদের হাত থেকে নিজেদের দক্ষিণ দিকের অঞ্চল স্বাধীন করার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। সামরিক ভাষায় যাকে বলা হয় ‘শেপিং’।
কোনো সামরিক অভিযান শুরু করার আগে এ চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়। এর অংশ হিসেবে শত্রুপক্ষের অস্ত্র, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, অস্ত্র ভাণ্ডার এবং অনন্য বিষয়ের ওপর হামলা করা হয়। এরপর কাঙ্খিত লক্ষ্য অর্জনে সামনের দিকে এগিয়ে যাওয়া হয়।
যে দুইজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য দিয়েছেন তারা জানিয়েছেন, ইউক্রেনের বহুল কাঙ্খিত পাল্টা আক্রমণ পরিচালনা করা হবে আকাশ ও স্থল ব্যবস্থার সমন্বয়ে।
সোমবার সকালে ইউক্রেনের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক সিএনএনকে বলেছেন, স্বাধীন করার লক্ষ্যে ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের সম্মুখভাগের বিভিন্ন দিকে আক্রমণ চালানো শুরু করেছে। অপারেশন শেষ হলে বিস্তারিত সব জানানো হবে।
যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পর রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।
এখন শোনা যাচ্ছে, সম্মুখভাগে যে রকম শক্তি নিয়ে রুশ সেনাদের থাকার কথা ছিল বর্তমানে তার অর্ধেক শক্তি আছে তাদের।
সূত্র: সিএনএন
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply