https://channelgbangla.com
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বাড়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন।
বৃহস্পতিবার ইংল্যান্ডের উত্তর-পশ্চিম দিকের শহর ব্ল্যাকপুলে পণ্য ও মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
তার দাবি, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কারণে জ্বালানির দাম বেড়েছে। আর এ কারণে সবকিছুর দাম বেড়ে গেছে।
বরিস জানান, অর্থনৈতিক মন্দার জন্য কোভিড-১৯ এর ধাক্কা সামলে ওঠার বিষয়টি ধীরগতি হওয়া প্রথম কারণ। কিন্তু কোভিড-১৯ এর ধাক্কা থেকে পুরোপুরি কাটিয়ে ওঠার বিষয়টিতে বড় ধাক্কা দিয়েছেন পুতিন।
ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়ে বরিস জনসন তার বক্তব্যে বলেন, তিনি জানেন অনেকেই বলছেন ইউক্রেনকে সমর্থন করার বিষয়টি এখন অনেক ‘দামি’ হয়ে গেছে এবং তারা বলছেন, পুতিন যা চান সেটি মেনে নেওয়াই এখন ভালো হবে। কিন্তু আমি মনে করি না এটি কোনো উপায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে কুমিরের সঙ্গে তুলনা করে বলেন, ইউক্রেনে পুতিন যা চান তা যদি তাকে দেওয়া হয় তাহলে পুতিন নতুন কিছুর জন্য আবার আসবেন।
রাশিয়াকে চাহিদা অনুযায়ী অঞ্চল দিয়ে দেওয়ার বিষয়ে বরিস জনসন বলেন, এটি হবে ‘নৈতিকতার বিরোধী।’
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply