https://channelgbangla.com
পাবনায় ১৮০ বোতল ফেনসিডিলসহ রাশেদ সরকার (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৯ জুন) রাতে পাবনা পৌর সদরের পৈলানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাশেদ সরকার পৌর সদরের পৈলানপুর এলাকার মৃত আইয়ুব আলী সরকারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ((ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা রাশেদকে আটক করা হয়। এ সময় ১৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় শুক্রবার (১০ জুন) দুপুরে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে রাশেদ সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply