https://channelgbangla.com
মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা এরদোগানের

আল আরাবিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
turki-1643446200
উত্তেজনা কমাতে ইউক্রেন যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।

তুরস্কে আগাম নির্বাচনের যে গুজব শোনা যাচ্ছিল সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এরদোগান।

এদিকে বৃহস্পতিবার নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রথমবারের মতো নতুন করে ফের প্রেসিডেন্ট হওয়ার কথা জানালেন এরদোগান।

এ ব্যাপারে এরদোগান পশ্চিম দিকের শহর ইজমিরে একটি দলীয় র্যা লিতে বলেন, আমি এখানে বলতে চাই। তাইয়্যেপ এরদোগান হলেন পিপলস অ্যালায়েন্সের প্রার্থী।

তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি পার্টি অবশ্য এখনো কোনো প্রার্থীকে মননোয়ন দেয়নি।

দলটির প্রধান নেতা কামাল কালিকদারোগলোকে উদ্দেশে করে এরদোগান বলেন, আপনার প্রার্থীর নাম ঘোষণা করুন অথবা আপনার প্রার্থীতা ঘোষণা করুন।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী বছর ২৪ জুন ঠিক সময়েই নতুন নির্বাচন হবে।

সাম্প্রতিক সময়ে তুরস্কের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, আগাম নির্বাচনের ঘোষণা আসবে। তবে সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এরদোগান।

জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর