https://channelgbangla.com
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে শাহবাজ শরিফকে অবহিত করেন ইরানি রাষ্ট্রদূত। ইউরোপ ও আমেরিকার কারণেই ভিয়েনা আলোচনা স্থগিত হয়ে গেছে বলে জানান এই কূটনীতিক।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থনের পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করছে ইসলামাবাদ। কাশ্মীরের প্রতি সমর্থন দেওয়ায় তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
একইসঙ্গে তিনি পাকিস্তানের বেলুচিস্তানে আগুন নেভাতে ইরানি সহযোগিতার কথা স্মরণ করেন। আগুন নেভাতে বিমান পাঠিয়ে সহযোগিতা করার জন্য ইরানি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে আর্থ-বাণিজ্য, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারের সুযোগ ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।#
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply