https://channelgbangla.com
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ফেনী ছাগলনাইয়া হতে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৪ জুন ২০২২ ইং তারিখ ২১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট একটি স্কুলের সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে আসামী ১। মোঃ সুজন (২৮), পিতা- বাহার মিয়া, থানা- ছাগলনাইয়া জেলা ফেনী, এবং ২। মোঃ ইমাম হোসেন প্রকাশ রাসেল (২৭), পিতা- দ্বীন মোহম্মদ,গ্রাম পূর্ব মধুগ্রাম, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনে ব্যাক ডালার ভিতরে বিশেষ কৌশলে সংরক্ষিত অবস্থায় ০২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৪৭১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার এবং মাদক দ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। রাসেলের এলাকায় স্থানী লোক জনের সাথে কথা বলে জানতে পারি তাঁর সহযোগী হিসেবে অর্থ যোগান দাতা সাবেক মেম্বার আবুল হাসেম, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ফেনী ছাগলনাইয়া মোকামিয়া সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭১ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply