https://channelgbangla.com
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেছেন, গালফ কো অপারেশন কান্ট্রিস (জিসিসি) সংগঠনভুক্ত দেশগুলো পশ্চিমাদের সঙ্গে এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেবে না।
তিনি আরও বলেন, আমরা সাধুবাদ জানাই এবং আবারও নিশ্চিত করতে চাই আন্তর্জাতিক ফোরামগুলোতে স্থিতিমূলক অবস্থান নেওয়ায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বাস্তবে রাশিয়ার বিরুদ্ধে একতরফা অবৈধ নিষেধাজ্ঞায় যোগ দিতে না চাওয়ায় তাদের ধন্যবাদ।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো রাশিয়ার ওপর অত্যাধিক নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। তারা আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনে বার বার তাগাদা দিচ্ছে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ল্যাভরভকে বলেছেন, সৌদি আরব কূটনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত আছে।
জিসিসি বৈঠকে ল্যাভরভ আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি হয় সৌদি আরবের রিয়াদে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply