https://channelgbangla.com
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ ৩০ মে শহরের সরকারি কলেজ প্রাঙ্গনে আসন্ন বিশ্ব পরিবেশ দিবস সফল করার জন্য প্রস্তুতি সভা করে। সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান স্বপন’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নেতা এইচ এম কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুস আলী, খন্দকার নজরুল ইসলাম মিলন, নাজমুল ইসলাম মিরাজ, সদস্য সাংবাদিক মেরাজ আহমেদ। মোস্তাফিজুর রহমান স্বপন বলেন, বর্তমান সময়ে মাগুরা জেলার উন্নয়ন সংঘটিত হওয়ায় কিছুটা পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। আমরা উন্নয়ন চাই তবে পরিবেশ বিপর্যয় করে না। আগামী প্রজন্মকে নিরাপদ করতে সবুজায়ন করার কোনো বিকল্প নেই। নদীর দখল ও দূষণ রোধে আমরা কাজ করছি। কামরুল ইসলাম বলেন, সবুজ আন্দোলন সারা বাংলাদেশে বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। ইতোমধ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। পরিবেশ দিবস সফল করার জন্য আজকে আমাদের মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকলের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে আমাদের প্রানের সংগঠণ সবুজ আন্দোলন।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply