https://channelgbangla.com
আফ্রিকার দেশ সেনেগালের তিভাউন শহরে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ১১ নবজাতক। বুধবার (২৫ মে) দিবাগত মধ্যরাতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটার বার্তার বরাত দিয়ে করা ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই আগুন লাগার ঘটনা জানা যায়। ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রেসিডেন্টের টুইট বার্তায় জানা যায়, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ জানতে পেরেছি, যেটি আমাকে অনেক হতাশ করেছে এবং কষ্ট দিয়েছে। এ ঘটনায় শিশুগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি হৃদয়ের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হাসপাতালটিকে কিছুদিন আগেই নতুনভাবে সাজিয়ে চালু করা হয়েছিলো।
শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, আগুন থেকে রক্ষা করা গেছে মাত্র তিন নবজাতককে।
সেনেগালের এক রাজনীতিবিদ জানায়, দেশের পশ্চিমাঞ্চলের তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে, যা অতি দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply