https://channelgbangla.com
দীর্ঘদিন পর্দায় নেই চিত্রনায়িকা শাহনূর। এবার সেই খরা কাটছে। তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাবে শিগ্গির। নাম ‘বসন্ত বিকেল’। এটি পরিচালনা করেছেন রফিক শিকদার। সিনেমাটি চলতি মাসেই মুক্তি পাবে।
এতে শাহনূর অভিনয় করেছেন ওমর সানীর বিপরীতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর আমার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ঈদের পর নিজের অভিনীত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বলে অন্যরকম আনন্দ কাজ করছে। সিনেমাটির গল্প এক কথায় অসাধারণ। আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাই সিনেমাটি নিয়ে খুব আশাবাদী।’ এদিকে এরইমধ্যে শাহনূর তার অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে নতুন একটি সিনেমার ডাবিং শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘কাকতাড়ুয়া’। এরইমধ্যে তিনি আরও শেষ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’র কাজ।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply