https://channelgbangla.com
আজ মাহে রমজানের শেষ জুমা– পবিত্র জুমাতুল বিদা। আজ মহিমান্বিত রমজান মাসের ২৭তম দিন। রমজানের শেষ জুমা হওয়ায় সারা দেশে এ দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়। রোজার শেষ লগ্নে সবচেয়ে উত্তম দিন এ জুমার দিন। দিনটি ইবাদত বন্দেগি ও আজকারের মাধ্যমে পালন করবেন মুসলমানরা।
১৪৪৩ হিজরির শেষ জুমাবার আজ। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। রমজানের বিদায়ী জুমা আদায় শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।
সারা বিশ্বের মুসলিমদের জন্যও বিশেষভাবে দোয়া করা হয় এ দিনটিতে। ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন কাশ্মিরের নির্যাতিত মুসলিমদের সংকটমুক্তি ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে বিশেষ মুনাজাত করা হবে আজ।
জুমার দিনের মর্যাদা এমনিতেই অনেক বেশি। রমজান মাসের কারণে প্রতিটি জুমার ফজিলত ও তাৎপর্য আরো বেড়ে যায়– এটি বলার অপেক্ষা রাখে না। আর রমজানের শেষভাগের প্রতিটি দিনই স্মরণ করিয়ে দেয় বহুগুণ সওয়াব লাভের সুযোগ চলে যাচ্ছে।
তাই জুমাতুল বিদা তথা রমজানের বিদায় লগ্নের এ বিশেষ দিনে আল্লাহর কাছে প্রাণ উজার করে প্রার্থনায় রত হবেন মুসলিম উম্মাহর প্রতিটি সদস্য।
বাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply