https://channelgbangla.com
চিত্রনায়ক সিয়াম আহমেদ বাবা হয়েছেন।রাজধানীর একটি বেসকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী আজ দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন সিয়াম আহমেদের এক ঘনিষ্ট বন্ধু। সিয়ামের ব্যক্তিগত নম্বরে কল করলে সেই ঘনিষ্ট বন্ধু বলেন, সিয়ামের ছেলে হয়েছে। সবাই দোয়া করবেন ওর পরিবারের নতুন সদস্যের জন্য। এর আগে গেল বছরের ডিসেম্বরে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত ছবি অন্তর্জালে প্রকাশ করে বাবা হচ্ছেন সেই সুখবর জানিয়েছেন নায়ক। ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply