https://channelgbangla.com
দেব ও রুক্ষিণী। বাস্তবের জুটি তারা। তাদের প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। যদিও সরাসরি কখনো স্বীকার করেননি তারা। এবার বাস্তবের এই জুটি আবারো আসছেন পর্দায়। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ ষষ্ঠবারের জন্য জুটি বাঁধলেন দেব আর তার দেবী। ২৯শে এপ্রিল মুক্তি পেতে চলেছে সেই ছবি। তার আগেই লাইভ অনুষ্ঠান ‘অ-জানা কথা’য় নতুন ছবির প্রচারে নায়ক-নায়িকা।
মুম্বইয়ে। যদিও নায়িকা হওয়ার ভাবনা মাথায় নেই। তাই রাহুল তার প্রথম ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়ার পরে প্রথমেই না বলেছিলেন। পরক্ষণেই হাসতে হাসতে দাবি তার, কপালের লেখা কে খণ্ডাবে! ২০১৯-এ রাহুলের সেই ছবিতেই তিনি নায়িকা। যা মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। ছবির নাম আরও অনেক কিছুই হতে পারতো। কিন্তু ‘কিশমিশ’-ই কেন? দেবের বক্তব্য, ভালোবাসার ছবি এখন খুব কম তৈরি হচ্ছে বাংলায়। একটি ফর্মুলা হিট হলে বারবার তাকে সামনে রেখেই ছবি হয়। সেই মিথ ভাঙতে এই প্রেমের ছবি।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply