https://channelgbangla.com
যুক্তরাষ্ট্র চায় না প্রতিরক্ষা চাহিদা পূরণে রাশিয়ার ওপর নির্ভরশীল হোক ভারত। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সরাসরি এ কথা বলেছেন। বলেছেন, এ বিষয়ে আমরা সততা ছাড়া অন্য কিছু অবলম্বন করছি না। একই সঙ্গে তাদেরকে এতে অর্থাৎ রাশিয়ার ওপর নির্ভরতায় অনুসৎসাহিত করছি। রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন রাখেন জন কিরবিকে। জবাবে শুক্রবার প্রেস ব্রিফিংয়ে ওই কথা বলেন। তিনি আরও বলেন, ভারত এবং অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র পরিষ্কার করে বলেছে যে, প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণে রাশিয়ার ওপর নির্ভর করুক তারা- এটা আমরা চাই না। একই সময়ে ভারতের সঙ্গে আমাদের যে প্রতিরক্ষা বিষয়ক অংশীদারিত্ব আছে তার মূল্যায়ন করি।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বাণিজ্য সুবিধার জন্য রাশিয়া ও ভারত রুপি-রুবেল মেকানিজমে কাজ করছে। এর মধ্য দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার যেসব ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাতে এই পদ্ধতি কাজ করছে। ইকোনমিক টাইমসের খবর গত মাস থেকে ভারতের কাছে রাশিয়ার পাওনা ছিল ১৩০ কোটি ডলার। সেই অর্থ ক্লিয়ার করতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি লিখেছে রাশিয়া।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply