https://channelgbangla.com
টলিউড ইন্ডাস্ট্রিতে দাপট যেন চলমান জয়া আহসানের। এবার তার অভিনীত কবি জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত টলিউডি সিনেমা ‘ঝরা পালক’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে; সিনেমায় কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন। উৎসবের বেঙ্গলি প্যানোরমা বিভাগে স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সিনেমাটি মনোনয়ন পেয়েছে বলে জানিয়েছেন জয়া আহসান। এটি পরিচালনা করেছেন টালিগঞ্জের নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারিতে কলকাতার উৎসব আয়োজনের প্রস্তুতির মধ্যে করোনাভাইরাসের হানায় তা স্থগিত করা হয়েছিল; ২৭শে এপ্রিল থেকে ১লা মে চলচ্চিত্রের এ আসর বসছে। এতে জীবনানন্দ দাশের দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, অভিনেতা ব্রাত্য বসু ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এ সিনেমায় কবি ও শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাসের চরিত্রে দেবশঙ্কর হালদার, কবি বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন ও কাজী নজরুল ইসলামের চরিত্রে সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন। কিছুদিন আগে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন জয়া।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply