https://channelgbangla.com
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
এরপর দেশটি থেকে পালিয়েছে ৫১ লাখেরও বেশি মানুষ। তারা প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইউক্রেনীয় পাড়ি জমিয়েছেন পোল্যান্ডে।
এবার দেখা গেল ভিন্ন চিত্র। দেশটির পোল্যান্ড লাগোয়া সীমান্তে দেখা মিলল দীর্ঘ যানজট। তবে এবার দেশ ছাড়তে নয়, দীর্ঘ এই যানজট লেগেছে দেশে ফিরতে। যুদ্ধের মাঝেই বহুসংখ্যক ইউক্রেনীয় এখন দেশে ফিরছেন।
এতে তিনি লিখেছেন, ‘ইস্টার (খ্রিস্টীয় উৎসব) হল একতাবদ্ধ হয়ে ইউক্রেনের জন্য প্রার্থনা করার সময়।”
তার ওই টুইটার পোস্টের বরাত দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫১ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে জাতিসংঘ গত সপ্তাহে বলেছে, প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ এখন ইউক্রেনে ফিরে যাচ্ছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply